শিরোনাম
'চিনি বেচেই বেতন পেতে হবে শ্রমিকদের'
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ২২:৪৭
'চিনি বেচেই বেতন পেতে হবে শ্রমিকদের'
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিলের উৎপাদিত চিনি ও মোলাসেস বিক্রি করে বেতন নিতে হবে এবং এ খাতে সরকারের সরাসরি টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যাংকও সুগার মিলকে ঋণ দিতে চায় না।


শনিবার সন্ধ্যায় জয়পুরহাট সুগার মিলে কর্মরত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।


আখ রোপন, পরিস্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ গ্যারেজ ও কারখানা রক্ষণাবেক্ষণে বিষয়ে সাধারণ মিলনায়তনে আয়োজিত ওই সভায় তিনি বলেন, চিনির মূল্যে যদি লবণের মূল্যের কাছাকাছি আসে তাহলে এ শিল্প টিকবে কি করে। সব কিছুর দাম বাড়লেও চিনির মূল্যে কমে বর্তমানে ৪০-৪২ টাকা কেজি। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে চিনি শিল্প রক্ষার কাজ করা হচ্ছে এ শিল্পকে লাভজনক করতে হলে মূল্যে বৃদ্ধি করাসহ বেশি বেশি আখ রোপন করতে হবে তাহলে এ শিল্প ঘুরে দাড়াবে। আখের মূল্যে ৬০ টাকা মন থেকে এখন ১৪০ টাকা করা হয়েছে।


মিলের লোকসান কমাতে এবং আয় বৃদ্ধি করতে হলে আমাদের যা আছে তারই ব্যবহার করে মিলের আয় বৃদ্ধি করতে হবে, এজন্য অসমতল জমিকে সমতল করে এবং পরিত্যক্ত ভবন ও জঙ্গল পরিস্কার করে ড্রাগন, ভিয়েতনাম ওপি হাইব্রিড নারিকেল বাগান এবং মাশরুম চাষ করা হচ্ছে।


মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুল বারী জানান, জয়পুরহাট সুগার মিলে ২০১৮-১৯ আখ রোপণ মৌসুমে ১২ হাজার একর জমি লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। এ ছাড়াও এবার মিলের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীদেরকে ১ হাজার একর জমিতে আখ রোপনের জন্য বাধ্যতামূলক টার্গেট দেওয়া হয়েছে।


ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, আখের মূল্য বৃদ্ধিতে চাষীরা আখ চাষে এখন উৎসাহিত হচ্ছে। এ জন্য আখের ফলন বৃদ্ধি করতে সময়মত আখ রোপণ, যথাযথ আখের পরিচর্যা, পোকামকড় দমন, চাষাবাদ যান্ত্রীকিকরন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।


মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসি’র পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) হারেছ আলী, মহাব্যবস্থাপক (কারখানা) সাখাওয়াৎ হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) রাব্বিক হাসান, মহাব্যবস্থাপক (প্রশাসন) খুরশীদ জাহান মাফরুহা, মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুল বারী, উপ-মহাব্যবস্থাপক আব্দুস ছালাম ফকির, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারন সম্পাদক আহসান হাবীব রুমেল সহ অন্যান্য কর্মকর্তা। শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক সিআইসি খোরশেদ আলম, সিআইসি সাকি মাহমুদ, সমলেন বিশ্বাস, মোমিনুর রহমান, কারখানার মোজাম্মেল হক, বয়লার হাউজের মাসুদ রানা প্রমুখ।


বিবার্তা/শামীম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com