শিরোনাম
নল যার হাতে তাকে কি বিচারিক ক্ষমতা দেয়া যায়: ইনু
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ১৩:৪০
নল যার হাতে তাকে কি বিচারিক ক্ষমতা দেয়া যায়: ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের নিরপেক্ষ সরকারের প্রস্তাব নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছেন, সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার নিয়ম কি আইনের শাসন এবং এটি কি গণতন্ত্রের সাথে যায়, নল যার হাতে তার কাছে কি বিচারিক ক্ষমতা দেয়া যায়?


তিনি আরো প্রশ্ন করেন, রাজবন্দীর সংজ্ঞা কি, রাজবন্দীর তালিকা কিভাবে তৈরি করবেন এবং তাতে কার কার নাম থাকবে, রাজনৈতিক মামলার সংজ্ঞা কি, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়া কি এবং সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে?


ইনু বলেন, এই পাঁচটি প্রশ্ন আমি ড. কামাল হোসেনের কাছে উথাপন করছি। আশা করি সদুত্তরের মধ্য দিয়ে অনেক বিভ্রান্তি দুর হবে এবং ঘটনাটি পরিস্কার হবে।


তিনি বলেন, বাংলাদেশে এই মুহুর্তে আইনগতভাবে সাংবিধানিকভাবে নিবন্ধিত কোনো দলের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। সুতরাং নির্বাচন ব্যর্থ হবে এটা আমি মনে করি না।


তিনি আরো বলেন, আলোচনা মধ্য দিয়ে একটি নিষ্পত্তির জায়গায় যাব এবং অনেক বিভ্রান্তি দুর হবে। সেই সাথে আলোচনার মধ্য দিয়ে অনাস্থা অবিচার দুর হবে।


কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণ শেষে ইনু এ কথা বলেন।


এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com