শিরোনাম
কুড়িগ্রামে সাড়ে ৫ হাজার কেজি ধানের বীজ উদ্ধার
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ১৯:৫২
কুড়িগ্রামে সাড়ে ৫ হাজার কেজি ধানের বীজ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ভারতে পাচার করার উদ্দেশ্যে নেওয়া সাড়ে ৫ হাজার কেজি ধানের বীজ উদ্ধার করেছে ২২-বিজিবি ব্যাটালিয়ন। নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিয়াডাংগা বিওপির সদস্যরা এই বীজ উদ্ধার করা হয়।


কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপি ক্যাম্পের সুবেদার শামছুল হকের নেতৃত্বে টহল টিম সীমান্ত পিলার নম্বর ৯৮০ এর ১৪-এস (শূন্য লাইন) হতে আনুমানিক ৬০০/৬৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলডাংগা বাজারে পরিত্যক্ত একটি গোডাউনে অভিযান চালানো হয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ জন সাধারণের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০ কেজি ধানের বীজ উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত ধানের বীজের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।


তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ধানের বীজ কাস্টমের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com