শিরোনাম
সাতক্ষীরায় জেএসসি ও জেডিসিতে অংশ নিচ্ছে ৩৪ হাজার শিক্ষার্থী
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১৪:১৯
সাতক্ষীরায় জেএসসি ও জেডিসিতে অংশ নিচ্ছে ৩৪ হাজার শিক্ষার্থী
ফাইল ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৮ শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। ২০১৮ সালে সাতক্ষীরা জেলায় জেএসসি পরীক্ষার ২৩টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৩ শত ১৭ জন এবং জেডিসি পরীক্ষায় ১৩টি কেন্দ্রে মোট ৮ হাজার ৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৩ শত ৯৩ জন।


সাতক্ষীরা সদর উপজেলায় জেএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪ শত ৮৮ জন। সাতক্ষীরা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫ শত ৮৫ জন। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪ শত ২৯ জন। জেডিসি পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৮৮ জন। আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ১৪ জন। আগরদাড়ি আমিনিয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ৮০জন।


কলারোয়া উপজেলায় জেএসসি পরীক্ষায় কলারোয়া জি কে এম কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭ শত ১৬ জন। সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৮০ জন। খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৬৩ জন। কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৪ জন। জেডিসি পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ৯৩ জন।


তালা উপজেলায় জেএসসি পরীক্ষায় তালা সরকারি বি দে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬ শত ৮ জন। কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৮৫ জন। খলীষখালি মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৭০ জন। আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৩০ জন। জেডিসি পরীক্ষায় তালা আলিয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৬৬ জন। পাটকেলঘাটা আল আমিন ফাযিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৬৫ জন।


কালিগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫শত ৭১ জন। নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ১১ জন। চাম্পাফুল আ প্র চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৯৩ জন। জেডিসি পরীক্ষায় কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৩৮ জন। নলতা মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ২৬ জন।


দেবহাটা উপজেলায় জেএসসি পরীক্ষায় দেবহাটা সরকারি বি বি এম পি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৬ জন। পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৬ জন। জেডিসি পরীক্ষায় দেবহাটা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৩৮ জন।


শ্যামনগর উপজেলায় জেএসসি পরীক্ষায় নকিপুর সরকারি এইচ সি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩ শত ৯০ জন। নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৫০ জন। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ৬৬ জন। জেডিসি পরীক্ষায় শ্যামনগর কেন্দ্রীয় আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৬ জন। নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৮৩ জন।


আশাশুনি উপজেলায় জেএসসি পরীক্ষায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৩২ জন। দরগাপুর এম কে আর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৬৩ জন। বুধহাটা বি বি এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৫১ জন। বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ১৭ জন। জেডিসি পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ১১ জন। গুনাকরকাটি আজিজিয়া খাইরিয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৮ জন।


জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, পরীক্ষা নকল মুক্ত করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে এবং কোনো প্রকার অসদুপায় অবলম্বন না করে সেজন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।


বিবার্তা/আব্দুর রহমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com