শিরোনাম
নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:০১
নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে।


তিনি বলেন, বিএনপি দুর্নীতিবাজ ঐক্যফ্রন্টের নেতা ড.কামাল হোসেনের সঙ্গে জোট করে দেশে অরাজকতা সৃষ্টি করে অবৈধ পথে ক্ষমতায় আসার লোভ দেখছেন। কিন্তু তাদের স্বপ্ন কোনো দিনেই পুরণ হবে না।


মন্ত্রী রবিবার দুপুরে সাভারের ঝাউচর এলাকায় এক সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


বিএনপি আজ নেতৃত্বশূন্য হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির সাথে দেশের কোনো মানুষ নেই। তাদের সাথে রয়েছে সন্ত্রাসী ও খুনিরা। তাদের দেশ থেকে বিতারিত করে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।


ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মানা হবে না জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। দেশের কোনো অপশক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কারণ আওয়ামী লীগ জানে আন্দোলন কিভাবে দমন করতে হয়।


এ সময় তিনি বিএনপির যে কোনো আন্দোলন কঠোর হাতে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।


তিনি এর আগে ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নবনির্মিত একটি ভবন উদ্বোধন করেন।


তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী পলাশ, ইউপি সদস্য আলমাস মোল্লাসহ আরো অনেকে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com