শিরোনাম
কুড়িগ্রামে মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১৭:৩৮
কুড়িগ্রামে মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের জিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দাবি আদায়ে বুধবার বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।


দুপুরে শহরের জিয়া বাজার থেকে সহস্রাধিক ব্যবসায়ী বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান নেন তারা। এ সময় ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বরাবর স্মারকলিপি প্রদান করে মামলা প্রত্যাহারের দাবি জানান।


উল্লেখ্য, গত ১১ অক্টোবর শহরের জিয়া বাজারে দোকানে পলিথিন রাখার দায়ে নিরব স্টরের মালিক নুর আলমের ৫ হাজার টাকা জড়িমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা খাতুন। এ সময় ব্যবসায়ীদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আর্ম পুলিশের সাব-ইনপেক্টর ফজলুল হক ও এক পুলিশ সদস্যসহ ১০জন আহত হন। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।


সেদিনই কুড়িগ্রাম পাট ও পাটজাত দ্রব্য পরিদর্শক আব্দুল কাদের সরকার বাদী হয়ে অজ্ঞাতসহ ১২ জন ব্যবসায়ীর নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com