শিরোনাম
কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১৪:৪২
কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় স্ত্রী খোদেজা খাতুন হত্যা মামলায় স্বামী আক্কাস আলী মিয়ার (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


আক্কাস কুষ্টিয়া সদর উপজেলার হররা মাদ্রাসা পাড়া গ্রামের মৃত আরশাদ আলী মিয়ার ছেলে। আর খোদেজা (৩৬) সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া গ্রামের শামসুল হক প্রধানের মেয়ে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল আক্কাস তার বাড়িতে স্ত্রী খোদেজাকে প্রথমে শারিরীক নির্যাতন করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে গলায় রশি বেঁধে ঘরের ডাফের সাথে ঝুলিয়ে রাখে।


এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাদের বাদী হয়ে আক্কাসকে আসামি করে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩১, তারিখ ১৯/০৪/২০১৭, ধারা ৩০৬ দ:বি:।


২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর এ মামলায় পুলিশ তদন্ত শেষে হত্যা মামলা হিসেবে আমলে নেয়ার সুপারিশ করে আদালতে চার্জশিট দাখিল করে। পরে মামলাটি ধারা ৩০২ দ:বি: হিসেবে আমলে নিয়ে আদালত সাক্ষ্য ও শুনানি করে।


কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর অ্যাডভোকেট সামস তানিন মুক্তি জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে আদালত দীর্ঘ শুনানি শেষে এই হত্যাকাণ্ডে সন্দেহাতীতভাবে আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাই এই রায়ে একমাত্র আসামি আক্কাস আলীর যাবজ্জীবন কারাদণ্ডদেশ দেয়া হয়েছে।


বিবার্তা/শরীফুল/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com