শিরোনাম
যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ১০ জেলের কারাদণ্ড
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:০৪
যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ১০ জেলের কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ দণ্ডাদেশ দেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ মাছ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।


মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ মাছ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।


পরে তাদের প্রত্যকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com