শিরোনাম
টঙ্গিবাড়িতে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১৪:১৮
টঙ্গিবাড়িতে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে ২ হাজার মানুষর মাঝ বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।


শনিবার আজিজুল হক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার দিঘীরপাড় এলাকার বশনাল গ্রামের ডা. দেলোয়ার হোসেনের বাড়িতে এ চিকিৎসা সেবা দেয়া হয়।


আজিজুল হক ফাউন্ডেশনের ১৮তম বিনা মূল্যে এ চিকিৎসা সেবায় ২ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ এবং ৩০ জন ছেলে শিশুকে সুন্নতে খৎনা করানো হয়।



সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সমিতির সভাপতি ও নাক-কান গলা বিভাগের প্রধান ডা. আবু ইউসুফ ফকির এ চিকিৎসা সেবার উদ্বোধন করেন। এ সেবা কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। তার তত্ত্বাবধানে ২১ জন চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা কাজে অংশগ্রহণ করেন।


বিবার্তা/মুন্না/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com