শিরোনাম
শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতায়নে আলোকিত চলনবিল : পলক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:২৬
শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতায়নে আলোকিত চলনবিল : পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতের আলোয় আলোকিত জনপদ চলনবিল। ৩৭ বছর অবহেলিত জনপদ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন ভবন, ব্রীজ, কালভার্ট, যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নয়ন ঘটেছে। অতিথি পাখির মত নেতাদের শাসনে জনগন প্রতারিত হয়েছে। চলনবিল শান্তি ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে।


তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শিক্ষাকে প্রথম জাতীয়করণ করেছেন, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ১ দিনে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। প্রতিমন্ত্রী নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় ৩ কোটি টাকা ব্যয়ে শোলাকুড়া আলিম মাদ্রাসার বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।


মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ।


এর আগে তিনি ৬৫ লাখ টাকা ব্যয়ে সোহাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।


বিবার্তা/রাজু/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com