শিরোনাম
কোটা বাতিলের প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানদের সড়ক অবরোধ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১২:৩৭
কোটা বাতিলের প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানদের সড়ক অবরোধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে রেখেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।


রবিবার সকাল ১১টা থেকে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে দুপুর ১২টার দিকে তারা মহাসড়ক ছেড়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।


এসময় মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। বাসযাত্রীরা অনেকে পায়ে হেটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।


এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাধারী বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা সমুন্নত রাখার ব্যাপারে আন্তরিক ও প্রশাসনের কিছু কতিপয় ব্যক্তিরা মুক্তিযোদ্ধাদের অসম্মান করার ব্যাপারে সচেষ্ট রয়েছে।


এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com