শিরোনাম
কুড়িগ্রামে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১১:২১
কুড়িগ্রামে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে। পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে সকল প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পাড় করছেন পূজা কমিটির লোকজন। খুশির আমেজ বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোতে।


এবছর জেলার ৯ উপজেলায় ৫৩১টি মণ্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৬০টি, কুড়িগ্রাম পৌরসভায় ১৯টি, উলিপুর উপজেলায় ১২১টি, চিলামারী উপজেলায় ৩১টি, রৌমারী উপজেলায় ৮টি, রাজিবপুর উপজেলায় ১টি, নাগেশ্বরী উপজেলায় ৮০টি, ভূরুঙ্গামারী উপজেলায় ১৯টি, রাজারহাট উপজেলায় ১১৯টি, ফুলবাড়ী উপজেলায় ৭৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা।


মৃৎ শিল্পীরা রাতদিন পরিশ্রম করে রংতুলির আঁচরে রাঙ্গিয়ে তুলছেন দেবী দুর্গাকে। তৈরি হচ্ছে সুদৃশ্য বিশাল বিশাল প্যান্ডেল। আগামী ১৫ অক্টোবর সোমবার ষষ্ঠী বোধনের মাধ্যমে ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হবে। মণ্ডপ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মেহেদুল করিম সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।


এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলা শহর ও উপজেলা শহরের বিপণী বিতান গুলো রাতভর ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলছে শারদীয় দূর্গোৎসবের শেষ প্রস্তুতি।


সাজসজ্জায় নিয়োজিত চিত্রশিল্পী স্বপন কুমার দাস জানান, এবার আমরা ভারতীয় একটি মন্দিরের আদলে ৫তলা বিশিষ্ট একটি মন্দির তৈরি করছি। কাজ শেষ পর্যায়ে আশা করছি রবিবার রাতেই সকল কাজ সম্পন্ন হবে।


শহরের বারোয়ারী পূজা মণ্ডপের সভাপতি বাবু বরুণ কুমার সাহা জানান, এবছর বারোয়ারী পূজা কমিটির দুর্গোৎসব আয়োজনের ১৫০ বছর পূর্তি হবে। এজন্য আমাদের আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে।


জেলা পূজা উদযাপন পরিষেদের সাধারণ সম্পাদক বাবু রবি বোস জানান, গত বারের চেয়ে জেলায় ৪০টির অধিক মণ্ডপে এবার শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে এবারের শারদীয় উৎসব সার্বজনীন রূপ পাবে।


জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ছানালাল কবসী জানান, ধর্ম যার যার উৎসব সবার আমরা আশা করছি সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের উৎসব সফল ভাবে অনুষ্ঠিত হবে। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানান।


কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, প্রতিটি মণ্ডপকে ঘিরে ইতোমধ্যেই আমরা বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছি। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও কন্টোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থাও নেয়া হয়েছে।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com