
রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামে পানিতে ডুবে ওই গ্রামের বাসিন্দা আবুল কালামের দুই মেয়ে নাদিয়া (৭) ও তায়েবার (৩) মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে ডুবে দুই বোনের এ মর্মান্তিক মৃত্যু হয়।
জানা গেছে, অভিভাবকদের অগোচরে সাঁতার না জানা শিশুরা খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/আমিনুল/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]