শিরোনাম
হুমকির মুখে যমুনা পাড়ের দেড় শতাধিক পরিবার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৩৪
হুমকির মুখে যমুনা পাড়ের দেড় শতাধিক পরিবার
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে ৪৫৫ কোটি টাকার ব্যয়ে সদ্য নির্মিত যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পে আবারো ধস দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে ইসলামপুরের শশারিয়াবাড়ীর যমুনাপাড়ের দেড় শতাধিক পরিবারের বসতভিটা।


যমুনার ভাঙ্গন রোধে বামতীর সংরক্ষণ প্রকল্প গত বছর পানি উন্নয়ন বোর্ডের অধীনে দেওয়ানগঞ্জে ফুটানী বাজার থেকে ইসলামপুর হয়ে সরিষাবাড়ির পিংনা পর্যন্ত ৪৫৫ কোটি টাকার ব্যয়ে এ প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে।


টানা বৃষ্টিপাত ও যমুনার গভীরতা মূল চ্যানেলটি কাছে আসার কারণে এ প্রকল্পের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী বেড়পাড়া গ্রামে বাঁধের কিছু অংশে সিসি ব্লক দেবে যমুনার গর্ভে চলে যাচ্ছে। ইতোমধ্যে এ বাঁধের শশারিয়াবাড়ী বেড়পাড়া অংশের ১৫০ ফুট ভেঙ্গে গেছে। ফলে হুমকির মুখে পড়েছে যমুনাপাড়ের দেড়শতাধিক পরিবারের বসতভিটা। এছাড়াও ইতোপূর্বে এ প্রকল্পের উলিয়া, মোরাদাবাদসহ কয়েকটি স্পটে ভাঙ্গন দেখা দেয়। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানো হয়।


এলাকাবাসীর অভিযোগ, বাঁধের কাজ নিম্ন মানের হওয়ায় বিভিন্ন স্পটে ভেঙ্গে যাচ্ছে। এছাড়াও বাঁধের পাশে জেগে উঠা যমুনার বালুচর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার কারণে বাঁধের ধস নেমেছে।


স্থানীয়রা জানান, ভাঙ্গন রোধে এখনই জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আমাদের ঘর-বাড়ি, ফসলি জমিসহ আরো অনেক এলাকা যমুনা গর্ভে চলে যাবে।


স্থানীয় পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু জানান, যমুনার একটা মাত্র চ্যানেল অর্থ্যৎ আমাদের এ নদী দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ১২০-১৭০ ফুট গভীরতা হওয়ার কারণে এ ভাঙ্গন দেখা দিয়েছে। এ বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে বাঁধটির যমুনা গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।


এব্যাপারে জামালপুর পানি উন্নয়নের বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ভাঙ্গন রোধে আশ্বাস দিয়ে জানান, যমুনার মূল চ্যানেলটি দূরে ছিল, এটি বাঁধের কাছে আসায় কয়েকটি স্পটে এ সমস্যা দেখা দিয়েছে। এ ভাঙ্গন রোধ প্রতিরোধ করার জন্য জিও ব্যাগ ডাম্পিং এর প্রস্ততি চলছে।


বিবার্তা/ওসমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com