শিরোনাম
সাঁকোই যে গ্রামে যাতায়াতের ভরসা
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১৮:৩৪
সাঁকোই যে গ্রামে যাতায়াতের ভরসা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বহরবৌলা গ্রামের দেড় কিলোমিটার রাস্তা বলেশ্বর নদীতে বিলীন হয়ে গেছে। এতে এলাকাবাসীকে সাঁকো বানিয়ে রাস্তা পারপার হতে হচ্ছে। এভাবে ব্যাপক ঝুঁকি নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় এক যুগ ধরে।


স্থানীয়রা জানায়, উপজেলার বহরবৌলা গ্রামে ৩ হাজারেরও বেশি মানুষের বাস। এখানে ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মসজিদ ও ৬টি মন্দির আছে। এছাড়া সীমান্তবর্তী পিরোজপুর জেলা শহরের সরকারি মহিলা কলেজ ও বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম সেঞ্চুরি ইনষ্টিউট, পুটিয়া গালর্স মাধ্যমিক বিদ্যালয় ও বিকে মাধ্যমিক বিদ্যালয়ে এ গ্রামের কয়েকশ শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। বলেশ্বরের ভাঙ্গনে রাস্তা বিলীন হওয়ায় অমাবস্যার জোয়ারে পানিতে তলিয়ে যায় বহরবৌলা গ্রামের ঘরবাড়ি।


সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুভাষ চন্দ্র মল্লিক বলেন, প্রায় এক যুগ আগে রাজবাড়ি থেকে বহরবৌলা হয়ে পাশ্ববর্তী কচুয়া থানা অভিমুখী এই ইট সোলিংয়ের রাস্তাটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। ২০০৭ সালে সিডর পরবর্তীতে রাস্তাটি নর্দীগর্ভে বিলীন হতে থাকে। প্রতি বছরই ভাঙছে নতুন নতুন এলাকা।


গ্রামটি রক্ষার্থে দেড় কিলোমিটার বেড়িবাধ নির্মাণ জরুরি বলে মনে করেন তারা।


বনগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন দাস জানান, বহরবৌলা গ্রামের ভাঙ্গন রক্ষার্থে একাধিকবার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি।


বিবার্তা/রাজু/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com