শিরোনাম
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়
কুড়িগ্রামে আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৮, ২২:৫৮
কুড়িগ্রামে আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষাণার পর কুড়িগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগ। রায়কে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় কার্যালয় ও শহীদ মিনার চত্বরে নেতাকর্মীরা সমবেত হন। রায় ঘোষণার সাথে সাথে আনন্দ মিছিল বের করেন তারা।


পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।


এদিকে, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়কে প্রত্যাখ্যা করে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। দুপুরে পৃথকভাবে বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।


কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল হামিদুজ্জামানের নেতৃত্বে শহরের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন শাহানুর রহমান শাহীন, মমিনুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।



অপরদিকে শহরের জিয়া বাজার রোডে অনুষ্ঠিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাওন আহমেদ ও সোহেল আহমেদ।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com