শিরোনাম
প্রবাসী হত্যায় স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:২০
প্রবাসী হত্যায় স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ সুলতানা রাজিয়া মঙ্গলবার নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আবুল খায়ের, গোলাপ মিয়া ও দোহা ওরফে দুইখ্যা ও কোহিনূর বেগম। তাদের মধ্যে আবুল খায়ের ছাড়া অন্য সবাই পলাতক।


এছাড়া এ মলায় মোখলেছুর রহমান ও আল আমিন নামে দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।


রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম মামলার নথির বরাতে জানান, নবীনগর উপজেলার আমতলি গ্রামের আবদুল বারেক খানের ছেলে মো. শাহজাহান খান ২০০৯ সালের ২ ডিসেম্বর খুন হন। সৌদি প্রবাসী শাহজাহান ছুটিতে বাড়ি এসেছিলেন। বাড়ি আসার পর থেকে স্ত্রী কোহিনূরের পরকীয়া নিয়ে মনোমালিন্য চলছিল। ২ ডিসেম্বর রাত ১২টার দিকে শাহজাহানের চিৎকার শুনে তার বাবা বারেক গিয়ে বিছানায় গলাকাটা লাশ দেখতে পান। এ সময় ওই ঘরে তাদের তিন শিশুসন্তানও ছিল।


এ ঘটনায় কোহিনূরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন বারেক খান। পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।


গ্রেপ্তারের পর কোহিনূর আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দ দেন জানিয়ে পিপি বলেন, পরে কোহিনূর জামিন পেয়ে পালিয়ে যান। আসামিরা গ্রেপ্তার হওয়ার পর রায় কার্যকর হবে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com