শিরোনাম
টাঙ্গাইলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১২:১৬
টাঙ্গাইলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে ৮০ বোতল ফেনসিডিলসহ মো. আল আমিন শেখ (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার মালসা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।


সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জ উপজেলায় চর মিরপুর গ্রামে অভিযান চালিয়ে মো. আল আমিন শেখ নামে ওই মাদক ব্যবসায়ীকে ৮০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ও নগদ ৩৫০০ টাকাসহ গ্রেফতার করা হয়।


এ ব্যাপারে মঙ্গলবার সকালে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জ উপজেলায় চর মিরপুর গ্রামে অভিযান চালায়। এসময় ফেনসিডিল ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।



আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, তিনি সিরাজগঞ্জের সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী ফেনসিডিল সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে।


তিনি আরো বলেন, র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী অভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলাবাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com