শিরোনাম
ট্যানারির রাস্তায় কেমিক্যালযুক্ত পানি, দুর্ভোগ চরমে
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১২:০৬
ট্যানারির রাস্তায় কেমিক্যালযুক্ত পানি, দুর্ভোগ চরমে
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির বিভিন্ন রাস্তায় বিভিন্ন কারখানার কেমিক্যালযুক্ত পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কারখানা শ্রমিকরা।


বিষয়টি বিসিক কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া এ কারণে উৎপাদন ব্যহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্যানারি মালিকরা।


ট্যানারির শ্রমিকরা জানান, এখানকার রাস্তাঘাট ভাঙাচোরা, খানাখন্দে ভরা। এর সঙ্গে বিভিন্ন ট্যানারির ময়লা ও কেমিক্যালযুক্ত পানি ড্রেন উপচে রাস্তায় উঠে তলিয়ে গেছে পুরো এলাকা। এই নোংরা অস্বাস্থ্যকর পানি মাড়িয়ে চলতে হয় শ্রমিকদের। এ রাস্তা দিয়ে কোনো গাড়িও চলাচল করতে পারছে না।


তাই ট্যানারি মালিকরা অবিলম্বে ট্যানারির সকল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেনে।


এ বিষয়ে বিসিক চামড়া শিল্পনগরীর উপব্যবস্থাপক মোস্তফা মজুমদার বলেন, এখানে কিছু সমস্যা রয়েছে রাস্তা নিয়ে। এখন রাস্তা হচ্ছে। আর কোনো সমস্যা থাকবে না।


কুমিল্লা ট্যানারির পরিচালক মাহবুব হোসেন জানান, ট্যানারির রাস্তাঘাট ভাঙা থাকায় তাদের উৎপাদন ব্যাহতসহ নানা সমস্যা হচ্ছে।


সাভারের ট্যানারি শিল্পের ১৫৫টি ট্যানারির মধ্যে চালু রয়েছে ১৩০টি।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com