শিরোনাম
ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা, নিসচার প্রতিবাদ সভা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫৯
ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা, নিসচার প্রতিবাদ সভা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বাস টার্মিনাল সমূহে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে নিসচা-সাদুল্যাপুর শাখার আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকালে সংগঠনটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি খোরশেদ আলম।


এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাসুদ মো. আনোয়ার হোসেন, এনায়েতুল মোস্তাফিজ রাসেল, রাজু মিয়া, সাধারণ সম্পাদক তোফায়েল হেসেন জাকির, সহ-সাধারণ সম্পাদক এএকেএম জাহিদ হোসেন খান, রোকনুজ্জামান মণ্ডল, অর্থ সম্পাদক দেলাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ রাজা, সদস্য রেজাইল করিম, মানিক খন্দকার ও আব্দুল মালেক মণ্ডল প্রমুখ।


বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে দুর্ঘটনামুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সারাদেশে নিসচার প্রায় ১২০টি শাখা সংগঠন ও বিদেশে ৫টি শাখা সংগঠনের নেতৃবৃন্দরা একযোগে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সড়ক নিরাপত্তা বিষয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছে।


তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনারোধ করার লক্ষ্যে ১৭টি নির্দেশনা দিয়েছেন। নিসচা সেই ১৭টি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। ১৭টি নির্দেশনা বাস্তবায়নসহ সড়ক দুর্ঘটনা রোধকল্পে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিসচা কর্মীবৃন্দ কাজ করে যাচ্ছে। এ কাজের ধারা কেউ দমিয়ে রাখতে পারবে না। নিরাপদ সড়কের আন্দোলন অব্যাহত থাকবে।


প্রসঙ্গত, রবিবার রাজধানীর ফুলবাড়ি টার্মিনালে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনুষ্ঠিত সমাবেশে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিভিন্ন টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার ইলিয়াস কাঞ্চন সংবাদ সম্মলেনের ডাক দিয়েছেন।


বিবার্তা/জাকির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com