শিরোনাম
রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১০:৩৯
রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী নগরীর জাহাজঘাট এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন আলো (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।


রবিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরো চারজন আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর জাহাজঘাট এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচার জন্য জড়ো হয়েছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আলোসহ চার জন আহত হয়। পরে আলোকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।


জানা যায়, আলমগীর হোসেন আলো গত সিটি করপোরেশন নির্বাচনে ২৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রর্থীও ছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও কয়েক বার আলো পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।


প্রসঙ্গত, জাহাজঘাট এলাকায় গত কয়েকদিন আগে মাদক ব্যবসায়ী আক্কাছের লোকজন ডিবি পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত করে।


বিবার্তা/তারেক/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com