
কুমিল্লার চান্দিনায় ৩দিন ধরে নিখোঁজ থাকার পর ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টায় মোহারাং গ্রামের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম ইভান মিয়া (৪)। সে একই গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
চান্দিনা থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মোহারাং গ্রামের খেলার মাঠের পাশে একটি ডোবা থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়। গত শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তার সন্ধানে পরিবারের লোকজন মাইকিং করানোসহ অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/বাবর/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]