শিরোনাম
চট্টগ্রামে ৫ পুলিশের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫০
চট্টগ্রামে ৫ পুলিশের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

ক্ষমতার অপব্যবহার, নির্যাতন, ঘুষ গ্রহণ, অবৈধ আটকের অভিযোগে পটিয়া থানার ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন রিগান আচার্য নামে এক আইনজীবী। আদালত মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।


বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করা হয়। জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম সিরাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য হলেন- পটিয়া থানার এসআই খাজু মিয়া, এএসআই মো. মাসুম, এএসআই মো. বশির, এসআই মো. খোরশেদ ও কনস্টেবল মো. হুমায়ুন।


মামলার বাদী আইনজীবী রিগান আচার্য বলেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে ধলঘাট এলাকায় আমার শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে অভিযুক্ত পুলিশ সদ্যরা আমাকে কোনো কারণ ছাড়াই আটক করে। তারা আমার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং আমার কাছে থাকা ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে নেয়।


বিবার্তা/জাহেদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com