শিরোনাম
ভিক্ষা ছেড়ে গানের আসরে মানিক দেওয়ান
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫০
ভিক্ষা ছেড়ে গানের আসরে মানিক দেওয়ান
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অন্ধ বাউল মানিক দেওয়ান। গানের তেজস্বী, মনোবল এবং অধ্যবসায় তাকে এগিয়ে নিয়েছে। তার গান দর্শকদের মন ভড়ে দেয়। প্রতিদিন সিংড়ার হাটে বাজারে মানিক চান দেওয়ানের গানের আসর বসে। তার গান শুনে গানপ্রেমী মানুষ খুশি হন।


তাই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা ছেড়ে রাস্তাঘাট, হাটে বাজারে গান গেয়ে সময় কাটায় সে। গান শুনে খুশি হয়ে যে যা টাকা দেয়, সেই টাকা দিয়ে দিন শেষে বাজার করে নিয়ে যায় মানিক দেওয়ান। আর সেই টাকায় চলে সংসার।


অন্ধ বাউল মানিক চানের জন্ম নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে। বসবাস করেন পাউবোর খাস জমিতে। জমিজমা ভিটেমাটি কিছু নাই। ২০১৪ সালে তাকে দেখে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেন স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


তারপর থেকেই তিনি ভিক্ষাবৃত্তি ছেড়ে দেন। গানের প্রতি ঝোক ছিলো, তাই ৭০০ টাকা দিয়ে দোতারা কিনে শুরু করেন গান। মানিক চাঁনের খুব বড় আশা ইত্যাদির মাধ্যমে তার গান বিশ্বে ছড়িয়ে দেয়ার। অন্ধ বাউল মানিক চানের সে আশা কি পূরণ হবে। তিনি পত্রিকার মাধ্যমে হানিফ সংকেত এর দৃষ্টি কামনা করেছেন।


মানিকজানান, জন্মের ৭ বছর পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হই। তারপর থেকে অন্ধ হই। চিকিৎসা করার মত অর্থ ছিলো না। এজন্য ভিক্ষা শুরু করি। দীর্ঘদিন থেকে ভিক্ষা করতাম, ভিক্ষা না করলে ভাত জুটতো না, বাড়িতে ভাতের আশায় ভিক্ষা করতাম। তারপর বয়স বাড়তে লাগলো। এক ঘটকের মাধ্যমে বিয়ে করি, বিয়ের সময় শশুরবাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে বাজার করা হয়। সেই টাকায় বিয়ের খরচ চলে। বর্তমানে আমার সংসারে ৪ কন্যা সন্তান, এর মধ্য ১ জনের বিয়ে দিয়েছি। বাঁকি ৩ জন পড়ালেখা করছে।


এমন অবস্থায় মানিক দেওয়ানের স্বপ্ন কি পূরণ হবে?


বিবার্তা/রাজু/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com