শিরোনাম
মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫০
মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামের শাহজাদী বেগম নামে এক গৃহবধুকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।


মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- শরীয়তপুরের চন্দ্রপুর গ্রামের খালেক সরদারের ছেলে বাবু সরদার (২৬), মাদারীপুর শহরের রকেট বিড়ি রোডের শুকুর খার ছেলে মো. উজ্জল খা (২৭) ও মাজেদ চৌকিদারের ছেলে নাইম চৌকিদার (২৫)।


মাদারীপুর পৌরসভার রকেট বিড়ি এলাকার খালেক সরদারের ছেলে বাবু সরদারের সাথে মাদ্রা এলাকার শাহ আলম খানের মেয়ে শাহজাদী আক্তারের প্রেমের সম্পর্ক হয়। বিয়ের পর নাইম নামে এক যুবকের সঙ্গে শাহাজাদীর পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে ২০১৩ সালের ২৮ জুলাই বাবু সরদার স্ত্রী শাহাজাদীকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে কৌশলে নিকটস্থ আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শাহাজাদীকে গলা কেটে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা।


এ ঘটনায় শাহজাদীর মা নাছিমা বেগম বাদী হয়ে মামলা করলে ৯ আগস্ট বাহেরচর কাতলা গ্রামের জনৈক খালেকের বাড়ি সামনের ধানখেতের মধ্য থেকে পুলিশ শাহাজাদীর মাথাবিহীন মরদেহ এবং পরে মাথা উদ্ধার করে।


দীর্ঘ তদন্ত শেষে এসআই সুলতান মাহমুদ এবং সিরাজুল ইসলাম দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক উপযুক্ত প্রমাণাদি শেষে আজ এ রায় দেন।


মাদারীপুর জজ কোর্টর পিপি অ্যাডভোকেট ইমরান লতিফ বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধ প্রমানিত হওয়ায় শাহজাদীর স্বামীসহ তিনজনকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।


বিবার্তা/রবিউল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com