শিরোনাম
সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, নারী খুন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫১
সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, নারী খুন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের দক্ষিণ সুরমায় প্রবাসীর বাড়িতে হানা দিয়ে আছিয়া বেগম (৩৭) নামে এক নারী কেয়ারটেকারকে খুন করেছে ডাকাত দল। তিনি দুই সন্তান নিয়ে তিন বছর ধরে সেখানে অবস্থান করছেন।


রবিবার রাত ৮টার দিকে উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হরগরিপুর গ্রামের আমেরিকা প্রবাসী আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে।


আছিয়া বেগম সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার আব্দুল কাদিরের স্ত্রী।


স্থানীয় গ্রামবাসী ও পুলিশ জানায়, বাড়ির মালিক আবু বকর ও হেলাল আহমদ দুই ভাই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। নির্জন এ বাড়িতে আছিয়া বেগম তার দুই সন্তান সুমন আহমদ (১২) ও ইমন আহমদ (১৫) নিয়ে কেয়ারটেকার হিসেবে বসবাস করে আসছেন। ইমন আহমদ (১৫) সিলেট নগরীতে একটি দোকানে কাজ করে।


নিহতের ছেলে সুমন আহমদ জানায়, তার ভাই নগরীতে থাকায় সে এবং তার মা বাড়িতে ছিলেন। রাত ৮টার দিকে ৪/৫ জন লোক তাদের ঘরে প্রবেশ করে। তারা প্রবেশ করেই ঘরের এক কক্ষে নিয়ে সুমনের হাত ও মুখ বেঁধে ফেলে। অপর কক্ষে তার মাকে বেঁধে ফেলে। তারা মাকে বিভিন্নভাবে গালিগালাজ করতে শুনেছে। অনেকক্ষণ পর আর কোনো সাড়া শব্দ পায়নি।


এরপর নিজে কোনো রকমে হাতের বাঁধন খুলে আশপাশের লোকজনকে গিয়ে জানায়। প্রতিবেশীরা এসে ঘরের একটি কক্ষে খাটের উপরে আছিয়া বেগমের মুখে বালিশ ও কাঁথা দিয়ে চাপা দেয়া। হাত বাঁধা এবং পা কাপড় দিয়ে খাটের খুঁটির সঙ্গে বাঁধা। ঘরের সকল আসবাব পত্র তছনছ অবস্থায় দেখতে পায়।


সুমন জানায়, ঘরে ৪/৫ হাজার টাকা ছিলো। টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল।


মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িটি নির্জন। নিহতের ছেলের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছি। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ওসি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/ফয়সাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com