শিরোনাম
টাঙ্গাইলে চার দোকান মালিককে আর্থিক দণ্ড
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৬
টাঙ্গাইলে চার দোকান মালিককে আর্থিক দণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চার দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও আব্দুল করিমের নেতৃত্বে বুধবার দুপুরে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


শাহরিয়ার রহমান জানান, বুধবার দুপুরে শহরের বটতলায় দি নিমন্ত্রণ ও ক্যাপসুল মার্কেটের শ্রীমতী প্রসাধনী, ১-৯৯ শপিং মল, সজনী কসমেটিক্সে এ অভিযান চালানো হয়।


দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ, ভেজাল পণ্য পাওয়ার দায়ে বিএসটিআই’এর ১৯৮৫ সালের ২৪/৩১ এর ‘ক’ ধারায় দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়। অভিযান শেষে ভেজালযুক্ত বিভিন্ন পণ্য জব্দ করে এনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে সেগুলো ধ্বংস করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দি নিমন্ত্রণের মালিক নিখিল চন্দ্র ঘোষকে ৭ হাজার, ক্যাপসুল মার্কেটের শ্রীমতী প্রসাধনীর মালিক সুমন দত্তকে ৭ হাজার টাকা, সজনী কসমেটিক্সের মালিক সুদেপ সাহাকে ৭ হাজার টাকা, শিলা কমপ্লেক্সের ১-৯৯ শপিং মলের ম্যানেজার আনিছুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি আরো বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com