শিরোনাম
‘সমাজ গঠনমূলক কাজে ভূমিকা রাখছেন সংসদ সদস্যরা’
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৬
‘সমাজ গঠনমূলক কাজে ভূমিকা রাখছেন সংসদ সদস্যরা’
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সমাজ গঠনমূলক কাজে ভূমিকা রাখছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের কার্যক্রমের পাশাপাশি সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় এসডিজি লক্ষ্য সংশ্লিষ্ট কর্ম-পরিকল্পনা গ্রহণ করতে পারেন।


শুক্রবার হবিগঞ্জের বাহুবলে দ্য প্যালেস রিসোর্টে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক ‘রোল অব এমপি’স ইন মনিটরিং অ্যান্ড ইমপ্লেমেটিং এসডিজিএস’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিরীন শারমিন চৌধুরী বলেন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যর (এমডিজি) মতো এসডিজি যথাসময়ে বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি অর্জনের লক্ষ্য বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরি করে পরিকল্পিত ও সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।


তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। ভিশন-২০২১, ডিজিটাল বাংলাদেশ এসব অর্জন বাংলাদেশকে শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এ সময় তিনি অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানান।


ইউএন আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, অনুষ্ঠানে ইউএনডিপির কনসালটেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি নিউইয়র্ক টিম লিডার চার্লস স্যাভেল। পরে স্পিকার কর্মশালার শুভ উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন সংসদ সদস্য অংশ নিচ্ছেন।


বিবার্তা/ছনি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com