শিরোনাম
সুন্দরবনে অভয়ারণ্য এলাকা থেকে ছয় জেলে আটক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১
সুন্দরবনে অভয়ারণ্য এলাকা থেকে ছয় জেলে আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে বেহালা কয়লা অভয়ারণ্য এলাকায় প্রবেশের দায় মালামালসহ ৬ জেলেকে আটক করেছেন সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।


বৃহস্পতিবার ভোরের দিকে মাছ ধরার সময় স্মার্ট পেট্রোল টিমের লিডার মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা জেলেদের আটক করেন।


আটককৃত জেলেরা হলেন, কয়রা থানার ভান্ডারপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে ইউছুফ গাজী (৩২) ও বেল্লাল হোসেন (৪০) এবং একই থানার লোকা গ্রামে হাকিম ঢালীল ছেলে হানিফ ঢালী (৪২), গোবিন্দপুর গ্রামের রফিকুল হাওলাদারের ছেলে হেলাল হোসেন (২৫), আমতলী গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে রহিম মোল্লা (২৩) ও গিলবাড়ি গ্রামে জাকের গাজীর ছেলে মহির উদ্দীন গাজীর ছেলে (৫৫)।


এসময়ে ঘটনাস্থল থেকে জেলেদের ব্যবহৃত ৫টি নৌকা ও ১টি ট্রলারসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।


টিম লিডার মোবারক হোসেন সত্যতা স্বীকার করে বলেন, অনুমতি ছাড়া অভয়ারণ্য এলাকায় প্রবেশের জন্য জেলেদের আটক করে বন আইনে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/শহিদুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com