শিরোনাম
নন্দীগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৫
নন্দীগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ ঘটিয়েছে দুর্বৃত্তরা।


রবিবার রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বিষয়ে নন্দীগ্রাম থানায় ৩২ জনের নাম উল্লেখ করে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়েছে।


নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আওয়াজে পথচারী ও ব্যবসায়ীদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পরে।


সোমবার সকালে নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে।


তিনি আরো জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ৫টি ও বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/মুনির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com