শিরোনাম
মোটরসাইকেলে তেল বিক্রির নির্দেশনা রাজশাহীতেও
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৫
মোটরসাইকেলে তেল বিক্রির নির্দেশনা রাজশাহীতেও
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহী মহানগরীতেও চালক হেলমেট পরে না থাকলে মোটরসাইকেলে তেল বিক্রি বন্ধ করা হয়েছে। এমনকি মোটরসাইকেলে তিনজন আরোহী থাকলেও তেল দেয়া হচ্ছে না।


বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছেন পাম্প মালিকরা।


আরএমপি'র মুখাপাত্র ও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধি করে দুর্ঘটনা কমাতে এই নির্দেশনা দেয়া হয়েছে। কোনো মোটরসাইকেলে তিনজন আরোহী থাকলে তার কাছেও তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


ইফতেখায়ের আলম জানান, আরএমপি'র ১২ থানায় মোট ২৪টি তেল পাম্প আছে। বৃহস্পতিবার অধিকাংশ পাম্পে পুলিশের নির্দেশনামূলক ব্যানার টাঙানা হয়েছে। দু’একটি বাকি আছে। শুক্রবারের মধ্যে সেগুলোতেও ব্যানার টাঙানো হবে। কোনো পাম্পে পুলিশের নির্দেশনা অমান্য করা হলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মনিমুল হক ও সাধারণ সম্পাদক মো. শিমুল জানান, পুলিশের নির্দেশনা মোতাবেক তারাও সমিতিভুক্ত সব পাম্পগুলোতে নির্দেশনা দিয়েছেন। কোনো পাম্প থেকেই হেলমেটবিহীন চালকের কাছে তেল বিক্রি করা হচ্ছে না। বাইকে আরোহী তিনজন থাকলে তাকেও তেল দেয়া হচ্ছে না।


বিবার্তা/তারেক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com