
রংপুর সদর উপজেলার লাহেড়ীরহাট ঈশ্বরপুরের রবিউল ইসলাম নামের এক যুবক ৪০দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রংপুরের লাহেড়ীরহাট ঈশ্বরপুরের মোয়াজ্জেম হোসেনের ছেলে রবিউল ইসলাম গত ২৮ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করলেও তাকে আর পাওয়া যায়নি। এভাবেই কেটে যায় ৪০দিন। পরে পরিবারের পক্ষ থেকে রংপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে কোনো ব্যক্তি যদি নিখোঁজ রবিউলকে কোথায় দেখতে পান বা সন্ধান পেয়ে থাকেন তাহলে পরিবারের সাথে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিবার্তা/সোহেল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net