শিরোনাম
বাগেরহাটে কৃষক হত্যার ঘটনায় গ্রেফতার ৩
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৭
বাগেরহাটে কৃষক হত্যার ঘটনায় গ্রেফতার ৩
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক মোকলেছুর রহমান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সহোদরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


রবিবার নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার রামারবাগ এলাকার একটি বাড়ি থেকে পিবিআই’র একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে।


গত ১৭ জুন মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের কৃষক মোকলেছুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার দু’দিনপর ১৯ জুন নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের আব্দুল ওয়াহেদ হাওলাদারের ছেলে খলিল হাওলাদার (৪৫) ও ইসরাফিল হাওলাদার (৪৫) এবং একই গ্রামের জলিল হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২২)। এর মধ্যে খলিল ও তার ভাই ইসরাফিল এই মামলার এজাহারনামীয় আসামি। হাসান সন্দেহভাজন আসামি।


কৃষক মোকলেছুর রহমান হত্যার আড়াই মাস পার হলেও এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়া গত ২৫ আগস্ট এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।


পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক এই প্রতিবেদককে বলেন, গত ৩ জুলাই মোরেলগঞ্জের কৃষক মোকলেছুর রহমান হত্যা মামলাটির তদন্তভার পিবিআইকে দেয়া হয়। পিবিআই মামলাটির তদন্ত শুরু করলে কৃষক মোকলেছুর রহমান হত্যার ঘটনায় জড়িত আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পিবিআই’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরসহ তিনজনকে গ্রেফতার করে। এদের মধ্যে দু’জন এজাহারনামীয় আসামি।


বিবার্তা/ইমরুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com