শিরোনাম
নড়াইলে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৬
নড়াইলে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরে সদর উপজেলার শেখহাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তি প্রসাদ হালদার, সহকারী শিক্ষক আবু সাঈদ, হুমায়ুন বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন, বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা ইসলাম, অর্পিতা অধিকারী প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, স্থানীয় বখাটে পারভেজ ও হেলাল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। গত ২৯ আগস্ট ওই দুই বখাটে শিক্ষার্থীদের উত্যক্ত করলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তারা পারভেজ ও হেলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এবিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।


বিবার্তা/শরিফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com