শিরোনাম
সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:২২
সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সূবর্ণা আক্তার নদী হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন করছেন সাংবাদিকরা। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।


উপজেলা প্রেসক্লাব আয়োজিত মানবন্ধনে নদী হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। অবিলম্বে নির্যাতনকারীদর শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।


এছাড়া, শুক্রবার সন্ধ্যায় বাংলাটিভির ঝালকাঠি প্রতিনিধি নজরুল ইসলামের মাথায় যুবলীগ নেতা পিস্তল ঠেকিয় হত্যার হুমকি দেয়ার প্রতিবাদ জানানো হয়। হুমকিদাতা যুবলীগ নেতা মিঠুর শাস্তির দাবি জানানো হয়।


আনন্দ টলিভিশনের কালিয়াকৈর প্রতিনিধি আফসার খাঁন বিপুলের সঞ্চালনায় কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপত্বিতে বক্তব্য দেন সহ-সভাপতি ইমারত হোসন, সাধারণ সম্পাদক এম. তুষারী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম মাহবুব হাসান মেহেদী, বিজয় টিভির প্রতিনিধি বিপ্লব হোসেন, মোহনা টিভির প্রতিনিধি আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক মো. তুহিন মোল্লা, এশিয়া টিভির প্রতিনিধি ডি এম সামান উদ্দিন, সাগর আহম্মদ প্রমুখ।


বিবার্তা/তুহিন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com