শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি, ৪০ লাখ টাকার মাল লুট
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ১৩:৪৩
আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি, ৪০ লাখ টাকার মাল লুট
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় একটি পোশাক কারখানায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে কারখানার ১০ শ্রমিক আহত হয়েছে।


ডাকাতরা এ সময় কারখানায় থাকা একটি ল্যাপটপ, সুতা, সুতার ল্যাকরাসহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে শ্রমিকরা জানিয়েছে।


সোমবার ভোর রাতে কবিরপুর দেওয়ানপাড়া এলাকার লাব্বাইক ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় ৩০/৩৫ জনের এক ডাকাত দল সীমানা প্রাচীর টপকে ওই কারখানায় প্রবেশ করে। এ সময় কারখানার ভেতরে থাকা কর্মরত ১০ শ্রমিক ও তিনজন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে সকলের হাত-পা ও মুখ বেঁধে পিটিয়ে ফেলে রাখে।


পরে ডাকাতরা কারখানায় থাকা সুতা, সুতার ন্যাকরা, একটি ল্যাপটপ ও শ্রমিকদের সাথে থাকা নগদ টাকা, একটি স্বর্ণের আংটি ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতরা প্রায় ২ ঘন্টাব্যাপী এ তাণ্ডব চালায় বলে শ্রমিকরা জানায়।


কারখানায় ডাকাতি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনার সাথে জড়িত বা ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।


এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com