শিরোনাম
বরিশালের কিছু এলাকায় ঈদুল আযহা উদযাপন
প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ১৫:৪৯
বরিশালের কিছু এলাকায় ঈদুল আযহা উদযাপন
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের সাথে মিল রেখে বরিশাল জেলার কয়েকটি স্থানে আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বরিশালের ৫ উপজেলার কাদেরিয়া তরিকাপন্থী ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী প্রায় ১০ হাজার পরিবার ঈদের জামাতে অংশ নেয়। শত বছর ধরে তারা আগাম ঈদের নামাজ পড়ে আসছে।


সিটি করপোরেশন এলাকার হরিনাফুলিয়া, তাজকাটি, জিয়া সড়ক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শত শত মানুষ এ সময় ঈদের জামাত আদায় করে। জামাত শেষে দেশের উন্নতি, সমৃদ্ধি ও মুসলিম উন্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


ঈদ উপলক্ষে নির্মাণ করা হয় সুদৃশ্য তোরণ। ঈদের নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গন করে। পরে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দেয়।


সিটি করপোরেশন এলাকায় ৩টি, বন্দর থানা সাহেবের হাটে ২টি, বাবুগঞ্জ উপজেলায় ৪টি, হিজলায় ২টি, মেহেন্দিগঞ্জে ২টি, বাকেরগঞ্জে ১টি স্থানে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


বিবার্তা/আরিফ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com