শিরোনাম
জলদস্যুদের কাছে অর্থ পাচারকারী আটক
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ২০:৪৫
জলদস্যুদের কাছে অর্থ পাচারকারী আটক
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল র‌্যাব-৮ এর সদস্যদের অভিযানে সুন্দরবনের জলদস্যুদের নিকট বিকাশের মাধ্যমে অর্থ পাচারকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


সোমবার দুপুরে র‌্যাব-৮ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


আটক মনির হোসেন (৩২) নোয়াখালি জেলার সেনবাগ থানার বাবুপুর এলাকার মৃত মহিন উদ্দিনের ছেলে।


আটকের সময় তার কাছ থেকে ৭টি মোবাইল সেট, ১৪টি সিম (বিকাশ ও রকেট এর কাজে ব্যবহৃত), ৫টি ক্যাশ ইন/আউট রেজিষ্টার উদ্ধার করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন গাজীরহাট বাজারস্থ ‘গাজী টেলিকম’ নামক দোকানে সুন্দরবনের বিভিন্ন জলদস্যু বাহিনী কর্তৃক আটক এবং জিম্মীকৃত জেলেদের নিকট হতে আদায়কৃত মুক্তিপণের টাকা বিকাশ এজেন্টধারী মোবাইলের মাধ্যমে লেনদেন হচ্ছে।


এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুদের প্রেরিত টাকা উত্তোলনের জন্য আসা কয়েকজন দৌড়ে পালানোর সময় দোকান মালিক মনিরকে আটক করা হয়।


যার নামে একাধিক বিকাশ একাউন্ট ও ডাচ্ বাংলা ব্যাংকের রকেট একাউন্ট রয়েছে।


এদিকে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মনির স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত জিম্মিকৃত জেলেদের পরিবার হতে প্রাপ্ত মুক্তিপনের টাকা জলদুস্যদের কাছে বিকাশ করে আসছিলো।


বিবার্তা/আরিফুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com