শিরোনাম
ঈদে গরুর গোশত পাবে রোহিঙ্গারা
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ১৯:৩২
ঈদে গরুর গোশত পাবে রোহিঙ্গারা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়া-টেকনাফে ৩০টি শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ঈদুল আযহা উপলক্ষ্যে পরিবার প্রতি ২ কেজি করে গরুর গোশত পাবে।


জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এনজিওর সমন্বয়ে এ গরুর গোশত বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেল বছরের ২৫ আগষ্ট মিয়ানমার সেনাবাহিনী, বিজিপি ও রাখাইন স্বসস্ত্র বাহিনীর অত্যাচার নিপীড়ন সহ্য করতে না পেরে মিয়ানমার থেকে রোহিঙ্গারা পালিয়ে এসে উখিয়া-টেকনাফে রোহিঙ্গা শিবির ও পাহাড়ে আশ্রয় নেয়।


বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা মাঝি লালু মিয়া বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে গরুর গোশত দেয়ার কথা শুনে অত্যন্ত খুশি লাগছে। গরুর গোশত না পেলেও যে আশ্রয়টুকু পেয়েছি তা মিয়ানমার জান্তার চেয়ে অত্যন্ত নিরাপদ।


কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, রোহিঙ্গাদের জন্য ইতিমধ্যে সাড়ে ৩ হাজার গবাদি পশু ক্রয় করা হয়েছে। ঈদের দিন প্রতি পরিবারকে ২ কেজি করে গোশত দেয়ার ব্যবস্থা করা হয়েছে।


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, ইতিমধ্যে রোহিঙ্গাদের জন্য ১০ হাজার গোশতের প্যাকেট ও ৪০০ গরু তার কাছে পৌঁছেছে। এনজিওর মাধ্যমে এ গরুর গোশত বিতরণ করা হবে।


বিবার্তা/মানিক/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com