শিরোনাম
পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ১৩:২২
পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে রাঙ্গামাটি পর্যটনের ঝুলন্ত সেতু ডুবে গেছে। ফলে সেতু দিয়ে যে কোন সময় পারাপার বন্ধ হয়ে যাবে। গত দু’দিনে উজান থেকে পাহাড়ি ঢল নামার ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে।


রাঙ্গামাটি পর্যটন নৌযান ঘাটের ইজারাদার মোঃ রমজান আলী জানান, সদ্য বর্ষা শেষে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটি তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ছয় ইঞ্চি পানিতে ডুবে গেছে সেতুটি। ফলে সেতু দিয়ে পারাপার বন্ধ হয়েছে।


উল্লেখ্য, সত্তর দশকের দিকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন করপোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। এটি বর্তমানে দেশে-বিদেশে আকর্ষণীয় হয়ে ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে।


ঝুলন্ত সেতুর পূর্বদিকে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশিসহ রয়েছে ছোট-বড় বিস্তীর্ণ নৈসর্গিক সবুজ পাহাড়। প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে রাঙ্গামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের।


প্রতি বছরই বর্ষা মৌসুমে ঝুলন্ত সেতুটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু সেতুটির পানিতে তলিয়ে যাওয়া রোধে স্থায়ী কোনো সমাধান করা হয়নি।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com