শিরোনাম
আশুলিয়ায় জমে উঠেছে পশুর হাট
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ০৯:১১
আশুলিয়ায় জমে উঠেছে পশুর হাট
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রাজধানীর উপকণ্ঠ সাভারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে গরু ছাগলের বেচাকেনা। ক্রেতাদের পাশাপাশি হাটগুলোতে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা। হাটগুলোতে গরুর দাম ভাল পেয়ে খুশি স্থানীয় বিক্রেতারা।


ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের স্বাস্থ্যবান গরু। দাম একটু বেশি হলেও পছন্দ মত গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারাও। ঝামেলা এড়াতে এবার আগেই অনেকে কোরবানির গরু কিনে রেখেছেন।


সাভারের বড় আশুলিয়াতে এই গরুর হাটটি বসেছে। আশুলিয়াও ছাড়াও সাভারের বিভিন্ন স্থানে গরুর হাট বসেছে। এই হাটে দেশী গরুর পাশাপাশি বিক্রি করতে দেখা গেছে ভারতীয় গরু। গরুর হাটে দেখা গেছে ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের অসংখ্য গরু। সেই সাথে হাটে উল্লেখযোগ্য সংখ্যক ছাগল নিয়ে আসছেন বিক্রেতারা।


কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে ফিরছেন সাধ্যের মধ্যে তাদের পছন্দের গরুটি কেনার জন্য। অধিকাংশ ক্রেতারা বাড়ি ফিরছেন কোরবানির গরু কিনে। এই হাটে ৭০ হাজার থেকে তিন লাখ টাকা দামে গরু বিক্রি হচ্ছে।


গরু বিক্রেতারা জানায়, এ বছর দেশে ভারতীয় গরুর আমদানি খুবই কম। যে কারণে দেশী গরুর ব্যাপারীরা ভাল দাম পাচ্ছেন।


এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর বলেন, আশুলিয়ার এই গরু ও ছাগলের হাটে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। যে কারণে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে কেনাবেচা করতে পারছেন এবং তাদেরকে সার্বিক নিরাপত্তা দেয়া হচ্ছে।


ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান জানান, সাভার ও আশুলিয়াতে কোরবানির পশুর হাটগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক প্রতিটি হাট নজরদারীতে রাখা হয়েছে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com