
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার বাহুবলে বাসচাপায় ২য় শ্রেণির ছাত্রী নিলীমা আক্তার (৭) নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার দ্বিগাম্বর বাজারের অদূরে কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ২ ঘণ্টারও বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত নিলীমা আক্তার উপজেলার হাজীমাদাম গ্রামের খোয়াজ উল্লার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্কুল ছুটির পর নিলীমা মহাসড়ক পারাপারের সময় সিলেটের দিক থেকে আসা লণ্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিলীমার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে।
দুপুর ২টার দিকে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিবার্তা/ছনি/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]