শিরোনাম
শোক দিবসে সিলেটে ব্যাপক কর্মসূচি
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ১৬:৫২
শোক দিবসে সিলেটে ব্যাপক কর্মসূচি
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে সিলেট আওয়ামী লীগ। সকালে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন দলটির নেতাকর্মীরা।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার মহানগর কৃষক লীগের উদ্যোগে শহরের ভাতালিয়ায় অস্থায়ী কার্যালায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরীব দুস্থদের মাঝে শিরনী বিতরণ করা হয়।


মহাগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেইন আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুয়েব বক্সের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, আওয়ামী লীগের উপদেষ্টা সালাই বক্স ও অ্যাডভোকেট আব্দুল মালিক।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি ডা. বিজিত কুমার পাল ও ডা. নজরুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, প্রাণী সম্পদ সম্পাদক সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ ডা. মুহিবুর রহমান মুহিত, ক্রীড়া সম্পাদক বিপ্লব আচার্য্য, হুমায়ুন কবির, আলাউদ্দিন আলাই, ছাব্বির আহমদ, মিন্টু, বিধান কুমার প্রমুখ।


দিবসটি উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবেদুর রহমান মুন্না, রাহেল আহমদ চৌধুরী, জাকিরুল আলম জাকির, আনিসুর রহমান তিতাস, শ্যামল সিংহ, ইমামুর রহমান লিটন, লাহিন আহমদ, আব্দুর রব সায়েম, মুরাদ আহমদ মুরন, মিনহাজ চৌধুরী লিটন, সাইদুর রহমান, উবায়েদ বিন বাসিত সুমন, আমিনুল ইসলাম সোহেল, মুহিবুর রহমান মুন্না, হোসাইন আহমদ, আব্দুল হাফিজ নুর আলী, সেবুল আহমদ সাগর, জাহির চৌধুরী, ইসলাম উদ্দিন, ওমর ফারুক, সাকারিয়া হোসেন সাকির, ইমদাদ হোসেন ইমু, তারেক আহমদ চৌধুরী, আব্দুর রহমান সুমেল, হাসনাত চৌধুরী শিপলু, ইয়াসিন আহমদ, মাসুদ আহমদ, ইসলাহ উদ্দিন বাবলু, তুহিন আহমদ, বিজয় চন্দ্র, অ্যাডভোকেট আবুল কাশেম, এডভোকেট আকবর, রুপম আহমদ, আব্দুল আহাদ, আবির হাসান রানা, জুয়েল আহমদ, জামাল আহমদ, রেজাউল করিম হাসান, আব্দুল কাদির ইমন, আব্দুল ওয়াদুদ সোহাগ, জাকির হোসেন, আব্বাস আহমদ, সেলিম আহমদ, সাপলু আহমদ, সোহেল আহমদ, আব্দুস সালাম সাহেদ, আলমগীর হোসেন, রিপন কোরেশী, তাহমিদ আহমদ, লন্টু ঘোষ রাজু, নাজমুল ইসলাম চৌধুরী, নাইম ইকবাল চৌধুরী, অমিত জিৎ ও জুনায়েদ আল হাবিব।


এছাড়া সিলেট জেলা যুবলীগের উদ্যোগে শহরের সুরমা টাওয়ারের সামন থেকে শোক র‌্যালি বের করা হয়। অনুষ্ঠিত হয়েছে।


এ সময় উপস্তিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, সাংগঠনিক সম্পাদক এড. মোহাম্মদ জুয়েল, প্রচার সম্পাদক জাহিদ সারওয়ার সবুজ, অর্থ সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল মতিন, সহ জণশক্তি সম্পাদক শাইস্তা তালুকদার, লাভলু বড়ুয়া, সদস্য মাসুক মিয়া আশিক, জেলা যুবলীগ নেতা গোলাম মৌলা চৌধুরী, রেজাউল ইসলাম রেজা, শাহিন আহমদ, সাজলু লস্কর, এম, এ কাইয়ুম, জহিরুল ইসলাম জুয়েল, শেখ আবুল হাসনাত বুলবুল, জাহেদ কবির চৌধুরী, রেদওয়ান আহমদ বাপ্পী, শামীম খান, রাসেল আহমদ, সায়েম শাহ, আরশ আলী সুহেল, আনসার আলী, রাজু আহমদ, তাহমিদ আহমেদ নাদেল, ফরহাদ চৌধুরী, রাশেদ ইকবাল চৌধুরী, জাহেদ হোসেন তালুকদার, সাইফুর রহমান, শাহ তুষার, তানজির আলী, মাহমুদুল হাসান সোহান, মুক্তার আলী, তুহিন, কাওসার, তাহমিদ রিফাত প্রমুখ।


দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন আওয়ামী মৎস্যজীবি লীগ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, শ্রী সুসেন্দ্র চন্দ্র নম. খোকন, মৃদুল কান্তি দাস, মো. নুরুল ইসলাম, মো. মঈন উদ্দিন, মো. ইসমাইল আলী, শচীন্দ্র দেবনাথ, নাজিরা বেগম শীলা প্রমুখ।



দুপুরে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ সভাপতি বদরুল ইসলাম বদরু, এম এ সামাদ, জাহাঙ্গীর আলম, রাহুল চৌধুরী, এম এ রশীদ, ডা. রকিবুল হাসান জুয়েল, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, গোলাম হাসান চৌধুরী সাজন, ওয়ালি উল্যাহ বদরুল, দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল, প্রচার সম্পাদক রাজেশ দাস রাজু, অর্থ বিষয়ক সম্পাদক শাহনুর আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিকুল আম্বিয়া আতিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রয়েদুর রহমান মনি, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিয়াব আহমদ তফাদার, কৃষি বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আরজু বাঙালী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ ফাহাদ, তথ্য ও প্রযুক্তি যোগাযোগ বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আলম, সহ নাট্য বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ রুমেল, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শমমের আলী শম্বু, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হেলাল খান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ঝুটন পাল, সদস্য সাইফুল আলম সিদ্দিকী, সোহেল আহমদ, শাহরিয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল মনাফ, মিসবাহ মির্জা, বাবুল আহমদ পাঙ্গাস, সায়মন আহমদ, সাহেদ আহমদ, রাসেল আহমদ প্রমুখ।


সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে জয়বাংলা শিল্পী ঐক্য পরিষদ। এ সময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক হক।



আরও উপস্থিত ছিলেন শিল্পী ঐক্য পরিষদ সিলেটের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রাণতোষ দাস পান্না, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বৈষ্ণব, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন রশিদ শাহিন, অর্থ সম্পাদক সবুজ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী দত্ত, সমবায় সম্পাদক তন্ময় আদিত্য, সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন, সদস্য ধীরেন্দ্র বিশ্বাস, দেবল দাস, শিথিল বিশ্বাস, হিমু বিশ্বাস, মাহমুদুর রহমান, জুনু মিয়া, আখতার হোসেন, হৃদয় পাল সঞ্জু, অমল দাস, পৃতুল প্রসূন দাস, লিমা আক্তার, চুমকি দাস, রহিমা বেগম ও রাজকুমার দাস রাজু।


বরায়া উত্তরবাগ আলীম মাদ্রাসায় এক আলোচনা সভা ও পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।



বরায়া উত্তরবাগ আলীম মাদ্রাসা অধ্যক্ষ মাওলান আব্দুছ ছবুরের সভাপতিত্বে ও মাওলানা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন বরায়া উত্তরবাগ আলীম মাদ্রাসার সহ সুপার এ কে এম শফিকুর রহমান, মাওলানা মহসিন আহমদ চৌধুরী, মাওলানা আব্দুর রহিম, মাস্টার মো. জামাল উদ্দিন, মাস্টার মো. তবারক হোসেন, আরিফুল আলম।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com