
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি ঝুট গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, সিটি করপোরেশনের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকার আরিফ হোসেনের ঝুট গুদামে রাত ৮টার দিকে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কাশিমপুর ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, তাতক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
বিবার্তা/তুহিন/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net