শিরোনাম
আল্লাহর নাম অবমাননা, মাদরাসা শিক্ষক বরখাস্ত
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১১:১৫
আল্লাহর নাম অবমাননা, মাদরাসা শিক্ষক বরখাস্ত
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আল্লাহর নাম অবমাননা করায় ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা ঘিগড়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক সত্যজিৎ মাতুব্বরকে সাময়িক বরখাস্ত করেছে মাদরাসার গভর্নিং বডি।


সোমবার মাদরাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও গভর্নিং বডির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


গত রোববার থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ঐ শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।


উল্লেখ্য, গত শনিবার মাদরাসার পঞ্চমশ্রেণির শিশু শিক্ষার্থীরা আরবিতে আল্লাহু শব্দটি বড় অক্ষরে লিখে ক্লাস রুমের দেয়ালে লাগালে শিক্ষক তাদের প্রত্যেককে বেত্রাঘাত করে। এ ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা এর বিচারের দাবিতে ক্লাস বর্জন করে ও আন্দোলন করতে থাকে।


বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি (এডিসি সার্বিক) কাছে জানালে শিক্ষক সহ গভর্নিং বডির সদস্যদের নিয়ে মিটিংয়ে বসে তাকে সাময়িক বরখাস্ত করে এবং সঠিক তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com