শিরোনাম
সিলেটে রাজুর হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১৭:৪২
সিলেটে রাজুর হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতৃবৃন্দ।


সোমবার সিলেট নগরীতে জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি মিরাবাজার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।


এম.সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক কর্মসূচী প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জসীম এবং এম.সি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে অযোগ্য অথর্ব ও সন্ত্রাসীদের দ্বারা নব গঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিকে বাতিল ও রাজু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।


সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমদ, মহানগর ছাত্রদলের সদস্য শাহাদত খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ঝলক আচার্য্য, নুরুল ইসলাম রুহুল, তোফায়েল আহমদ তুহিন, আলাল আহমদ, আব্দুল মুকিত মুকুল, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ভূলন কান্তি তালুকদার, এ ইউ রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, আব্দুস সোবহান, সাফিন আহমদ মাছুম, দিহান আহমদ হারুন, আহমেদ আল আমিন, জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী মাহি।


এসময় উপস্থিত ছিলেন, সেলিম আহমদ সাগর, আশরাফুল হক সুজন, আজমল হোসেন অপু, সুভন শাহজাহান আবিদ, তুহিন আহমদ মুসা, শেখ রুবেল আহমদ জিসান, আব্দুল কুদ্দুস, আরিফ ইকবাল নেহাল, রিয়াদ আহমদ, হেলাল উদ্দিন, মো. জিহাদুল ইসলাম, আমিনুল ইসলাম, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী সাদিক, শাওন আহমদ, ফাহিম আহমদ, আলী হোসেন, আলাল আহমদ, দিলওয়ার আহমদ, হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সজিব আহমদ, ইকবাল হোসেন, সাদেক হোসেন প্রমুখ।


বিবার্তা/দেলওয়ার/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com