শিরোনাম
বেতন বোনাসের দাবিতে লক্ষ্মীপুরে শ্রমিকদের রাস্তা অবরোধ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১৩:৫৮
বেতন বোনাসের দাবিতে লক্ষ্মীপুরে শ্রমিকদের রাস্তা অবরোধ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।


সোমবার সকালে ঢাকা-রায়পুর মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন রাস্তায় চলাচলকারী যানবাহন ও যাত্রীরা। ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও শ্রমিকদের পাওনা টাকা আদায় করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
আন্দোলনকারী কয়েকজন শ্রমিক জানান, ৩ মাসের বকেয়া বেতন, ৭ মাসের ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছেন তারা। আজ সোমবার তাদের সকল বকেয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও তা করেননি কারখানার মালিক পক্ষ। তাই বাধ্য হয়েই কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করেছে তারা।



এছাড়াও চুক্তি অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের সুযোগ সুবিধা দিচ্ছে না বলেও জানান তারা।


এদিকে রাস্তা অবরোধের কিছুক্ষণ পরই ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রাণী। তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করবো। তাদের পাওনা টাকা আদায় ও শ্রমিকদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।


বিবার্তা/ফরহাদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com