
লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শিক্ষা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিকেল পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
জানা গেছে, ঘটনার সময় স্থানীয় লোকজন মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের পাশে ২৫ বছর বয়সি যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় তারা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে শরীরের কোন আঘাত চিহ্ন না থাকলেও কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ।
রামগতি থানার ওসি আরিছুল হক বলেন, অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বিবার্তা/সুমন/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net