শিরোনাম
কাগজপত্র ঠিক থাকায় চালকদের ফুল উপহার
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৬:২৫
কাগজপত্র ঠিক থাকায় চালকদের ফুল উপহার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৫ আগস্ট থেকে শুরু হওয়া বিশেষ ট্রাফিক সপ্তাহ-২০১৮’র ৫ম দিনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত র‌্যালিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের সামনে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে।


গাড়ি চালকদের কাগজপত্র যাচাইকালে যেসকল চালকদের গাড়ির কাগজপত্র সঠিক রয়েছে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ। এছাড়াও কাগজপত্র সঠিক থাকা ও সড়কে নিয়ম মেনে মোটরসাইকেল চালানোয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেলমেটও প্রদান করেন তিনি।



যানবাহনের কাগজপত্র যাচাইকালে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু রায়হান, চন্দন কুমার রায়, সার্জেন্ট জামিউল উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com