
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।
আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক মারা যায়।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান ক্ষুদে বার্তায় জানান, ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলো। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
বিবার্তা/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net